২০১৮ সাল থেকে একটি নতুন আশ্রয় আইন ফ্রান্সে জারি হএছে। এসাইলাম পদ্ধতির মধ্যে অনেক পরিবর্তন করা হয়েছে। নতুন আইন এনেছে আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে নতুন পন্থা ও মূল্যায়ন এবং ব্যাবসস্থার নতুন উপায়।
আপডেট , জানুয়ারী 2019
২০১৮ সাল থেকে একটি নতুন আশ্রয় আইন ফ্রান্সে জারি হএছে। এসাইলাম পদ্ধতির মধ্যে অনেক পরিবর্তন করা হয়েছে। নতুন আইন এনেছে আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে নতুন পন্থা ও মূল্যায়ন এবং ব্যাবসস্থার নতুন উপায়।
আপডেট , জানুয়ারী 2019
আশ্রয় চাহিদার প্রক্রিয়া শুরু করার জন্য কোনো একটি ঠিকানার [দমিসিলিয়েশন ] দরকার হবে না |
এখন, সর্বপ্রথম আপনাকে আশ্রয় প্রার্থীদের প্রথম অভ্যর্থনা কেন্দ্র [যাকে স্পাদা বলে ] গিয়ে নাম লেখাতে হবে | স্পাদা থেকে আপনাকে ‘প্রিফিকচার এর’ একটি এপয়েন্টমেন্ট দেবা হবে | সর্বপ্রথম এই ‘আশ্রয় প্রার্থীদের প্রথম অভ্যর্থনা সংগঠন’ প্রস্তুত হবা বাধ্যতামূলক | যদি আপনার কোনো বন্ধু বা আত্মীয়স্বজন আপনাকে একটি ঠিকানা দিয়ে থাকেন , তবেও !!
আশ্রয় প্রক্রিয়া শুরু কবার জন্ন আপনি যে কোন ‘স্পাদা’ দপ্তরে যেতে পারেন কিন্তু যে এলাকায়ে আপনি থাকেন সে এলাকার ‘স্পাদা’ তে জাবা উপযুক্ত |
‘স্পাদা’ সক্ষমতা সীমিত থাকার কারন, সবাই কে এক ই দিন গ্রহণ করা হয়ে না| আমাদের পরামর্শ যে এখানে যুদি সম্ভব ‘খুব সকালে’ চলে যাবেন|
ফ্রান্সে আসার পর কতদিনের মধে স্পাদা অফিসে প্রস্তুত হবা উচিত?
যা আগে জানান হয়েছে যে নতুন আইন অনুযায়ী আশ্রয় প্রার্থীদের আশ্রয় আবেদন প্রক্রিয়া শুরু করে দিতে হবে ফ্রান্সে প্রবেশ করবার ৯০ দিন [৩ মাস ] এর মধ্যে| [ফরাসি গায়ানা তে শুধু ৬০ দিন] | যদি আপনি ঘোষিত করেন যে আপনি ৩ মাস থেকে বেশি দিন ধরে ফ্রান্সে থাকতেছেন , আপনার প্রার্থনা একটি দ্রুত প্রক্রিয়া মাধ্যমে জাঁচ করা হবে যে আপনার জন্যে লাভকারী হবে না |সর্বোপরি আপনাকে বসবাস এবং আর্থিক সাহায়েতা সিস্টেম থেকে কোন সুবিধা দেবা হবে না |তাই ফ্রান্সে আগমনের তারিখ ঘোষণা করবার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন| আশ্রয় প্রার্থীর কাছে এই উল্লিখিত তারিখ এর কোন প্রমাণ বা নিয়মবহির্ভূত ফ্রান্সে প্রবেশ এর কোন ঘোষণা পত্র চাহিদা করা যায়না|
স্পাদা কে তথ্য দেওয়ার সময় খুব মনোযোগ সহকারে তথ্য প্রদান করবেন। কারন আপনার আশ্রয় প্রার্থনা আবেদন কে নিবন্ধিকরন করবার জন্য এই তথ্য স্পাদা দ্বারা একাকী দপ্তরে {প্রিফেকচুর ও অফি], কে পাঠান হবে | আপনার ঘোষণা তে কোন ভুল ভ্ররান্তি থাকলে তা পরে সংশোধন করবার প্রক্রিয়া অতিব দুরহ । আমরা পরামর্শ দেব আপনি কিছু তথ্য নিয়ে আগাম প্রস্তুত থাকবেন যেমন আপনার নিজের দেশ থেকে বাহিরগমনের তারিখ, ফ্রান্স এ আগমনের তারিখ, যে দেশ গুলি আপনি অতিক্রান্ত করেছেন এই যাত্রার সময় সঙ্গে আগমন ও বাহিরাগমন এর তারিখ। এর মধ্যে যদি আপনার কোন দেশ এর নাম বা সেখানে আগমন ও বাহিরাগমন এর তারিখ না মনে থাকে কারণ যাত্রাকালিন দুরঅবস্থা আপনাকে তা মনে রাখতে অক্ষম করেছে, তাহলেও কোন চিন্তা নেই। এর জন্য আপনি আশ্রয় প্রার্থনা আবেদক হিসেবে কোন প্রতিরোধ এর সম্মুখিন হবেন না। আপনার কাছে যা তথ্য আছে তাই প্রদান করুন।
এইখানে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বৈবাহিক অবস্থা, আপনার নিজের দেশ থেকে বাহিরগমনের তারিখ ও ফ্রান্স এ আগমনের তারিখ এবং ফ্রান্স এ পৌঁছানোর জন্য কোন গমনপথ আপনি বেছে নিয়েছিলেন।
স্পাদার একজন কর্মচারী আপনার সমস্ত তথ্য কম্পিউটার এ লিখে নেবে।
এই কর্মচারী আপনাকে (৩ থেকে ১০ দিনের মদ্ধে) “একক দপ্তরে ” তে জাওার জন্য একটি এপয়েন্টমেন্ট পত্র দেবে, যেখানে আপনার আশ্রয় প্রার্থনার আবেদনটির নিবন্ধিকরণ হবে।
কিছু ক্ষেত্রে এই কর্মচারী আপনাকে একটি নথিপত্র দিতে পারে জাকে বলে দোমিলিসিয়াশন। যদি তা না হয় তাহলে এই নথিপত্র পরবর্তি সময় গ্রহন করবেন।