আমি আশ্রয় অধিকারের জাতীয় আদালত (CNDA)তে আপিল করতে চাই

গুরুত্বপূর্ণ: যদি  OFPRA আপনার  আশ্রয়ের আবেদন প্র্য়্তাখান করে  তাহলে আপনাকে  দ্রুত লিগ্যাল এইড  (বিনামূল্যে আইনজীবী) এর জন্য আবেদন করতে হবে এবং  আপীল করতে হবে। এটা অত্যন্ত বিশেষায়িত সংস্থার কাছ থেকে সাহায্য চাইতে হবে। এই কাজ করার জন্য আপনি  Cimade সংস্থায়  যোগাযোগ করতে পারেন ।

 সমস্ত ফ্রান্সে ‘সীমাদ সংস্থার ‘ ঠিকানা  

আপডেট , জানুয়ারী 2019

আপিল  একটি চিঠির মতো করে লিখতে হয়| আপিলে, কিছু গুরুত্বপূর্ণ উপাদানগুলি লেখা আবশ্যক:

– আপনার নাম, ঠিকানাম, জন্ম তিথি ,জন্ম স্থান, জাতীয়তা |

– কিছু যুক্তি তথ্য যার মাধ্যমে OFPRA এর সিদ্ধান্তের  প্রতিদ্বন্দ্বিতা করতে চান |

অফপরা-এর প্রত্যাখন করার রায়ের চিঠি পোস্ট অফিস থেকে যে দিন গ্রহণ করবেন (কিম্বা যদি না করে থাকেন, যেদিন পোস্টম্যান আপনার দমিসিলিয়েশন কেন্দ্রে চিঠি তলব  রশিদ ছেড়ে গিয়েছিল ) সে দিন থেকে মাত্র এক মাসের মধে আপনাকে CNDA তে আপিল করতে হবে |

সিধান্ত চিঠি বা ওয়েবসাইট এর মাধ্যমে জানান হতে পারে | এটা সমভব যে অফপরা সমস্থ তথ্য সম্পর্কে আপনার সাথে  যোগাযোগ শুধু মাত্র SMSবা টেলিফোন এর মাধ্যমে-ই  করবে

আপনার আপিল লেখবেন ফরাসী ভাসায়ে CNDA এর প্রেসিডেন্টের নামে | আপিল রেজিস্ট্রি ডাক দ্বারা পাঠাবে বা CNDA তে গিয়ে হাথে জমা দিতে পারেন | আপিল সাবলিল ভাসায়ে প্রকাশ করার চেষ্টা করবেন| অফপরা দ্বারা আপনার আশ্রয় আবেদন বাতিল করার সিধান্তের প্রত্যাখান করবেন| পাশা পাশি তর্ক সহ CNDA কে জানাবেন যে কেন আপনি মনে করেন যে  OFPRA আপনার কেস সম্বন্ধে ভুল সিদ্ধান্ত নিয়েছে| আপনার কাছে নতুন কোন প্রমানদী(ডকুমেন্ট) থাকলে অবশই তা সাথে সংযুক্ত করবেন| এই ব্যাপারে আপনি নির্দিষ্ট সংস্থা কে যোগাযোগ করতে পারেন যারা আপনাকে আপনার আপিল তযারী তে সাহায়েতা করবে |

আপিল লেখার জন্য আপনি একজন উকিলের সাহায্য নিতে পারেন| আপনি চাহিলে আপনাকে বিনা পয়সা একজন উকিল দেবার প্রাবধান আছে | উকিলের অংশ দেখুন

গুরুত্বপূর্ণ: লিগ্যাল এইড (বিনামূল্যে আইনজীবী) আবেদন করার জন্য আপনি OFPRA থেকে প্রত্যাখ্যানের চিঠি গ্রহণ থেকে 15 দিন পর্যন্ত সময় পাবেন ।(নোট: আপীলের জন্য নির্দিষ্ট সময়সীমা হল এক মাস).

এই ক্ষেত্রে, আপনি তিনটি অপশন আছে:

একটি বিনামূল্যে আইনজীবী জন্য আবেদন করুন |

আপনি একজন  বিনামূল্যের আইনজীবী পাওয়ার জন্য রিজেক্ট লেটার পাওয়ার পর থেকে 15 দিনের মধ্যে আবেদন করতে হবে। একজন আইনজীবী কোন ফি ছাড়াই আপনার আবেদন প্রস্তুত করতে এবং CNDA  তে আপনার হয়ে আইনি লড়াই করবেন।

এই কাজ করার জন্য আপনি দুটি বিকল্প আছে:

বিনামূল্যে আইনজীবী জন্য নিজে নিজে আবেদন করা:

আপনি এখানে ক্লিক করে ফর্মটি ডাউনলোড (Formulaire AJ). করতে পারেন। আপনার এটা পূরণ করে  এই ঠিকানায় পাঠাবেন –

Cour nationale du droit d’asile – Bureau d’aide juridictionnelle
35 rue Cuvier – 93558 Montreuil Cedex

SPADA  থেকে ফ্রি উকিলের আবেদন করার সাহায্যের পেতে পারেন|

আপনি যদি OFPRA  থেকে রিজেক্ট লেটার পাওয়ার 15 দিনের মধ্যে একটি বিনামূল্যে আইনজীবীর জন্য আবেদন করেন, তবে CNDA থেকে দেওয়া আপিলের এক মাসের সময়সীমা, [আপনার উকিলের অনুরোধের উত্তর না পাবার পর্যন্ত এই সময়] ‘বিঘ্নিত’ করা হবে ।


তবে আপীলের জন্য আপনার সময়কাল কত এবং যদি উকিলের জন্য আবেদন করেন, তবে  কিভাবে আপিল করার সময় গণনা করা হবে এটা বুঝা খুবই গুরুত্বপূর্ণ:

একটি উদাহরণ সঙ্গে এটা বুঝেন:

১] ধরুন, আপনি 1 লা জানুয়ারি OFPRA রিজেক্ট পেয়েছেন| CNDA তে আপিল করতে আপনি সময় পাবেন শুধু ১ মাস 

[ র্থাত : ৩১ জানুয়ারী প্রযন্ত ] |

ফ্রি উকিলের আবেদন করবার সময় পাবেন ১৫ দিন [অর্থাত : ১৫ জানুয়ারী পরজন্ত] |

২] যদি আপনি উকিলের আবেদন ১৫ দিনের ভিতরে করে থাকেন: মনে করুন, আপনি উকিলের আবেদন ১০ জানুয়ারী করেছেন তবে আপিলের জন্য আপনার হাথে শুধু ২০ দিন সময় থাকবে| এই 20 দিন গণনা করা হবে যেদিন আপনাকে একটি উকিল দেওয়া হবেম সে দিন থেকে|


কয়েক সপ্তাহ পরে আপনি CNDA থেকে পাঠানো চিঠিতে আপনার আইনজীবীর নাম এবং ঠিকানা পাবেনন। আপনি আপনার আইনজীবীকে আপিল  লিখতে সাহায্য এবং CNDA এর শুনানির প্রস্তুতির জন্য এপয়েন্টমেন্ট দিতে অনুরোধ করতে পারেন |

আপনি আপনার আইনজীবীর সাথে যদি নিজে ভাবে সাক্ষাতকার না পান,  তাহলে আপনি একটি সংস্থার সাহায্যে নিবেন |

আপনি CNDA তে আপনার আইনি লড়াইএর জন্য এক ব্যক্তিগত আইনজীবী চান, তাহলে আপনি তাকে নিজে খুঁজে নিতে হবে এবং টাকা পরিশোধ করতে হবে সেবার জন্য। মনে রাখবেন :  আপনাকে  OFPRA দ্বারা এসাইলাম জন্য আপনার আবেদন রিজেক্টের  এক মাসের মধ্যে CNDA তে আপনার আবেদন পাঠাতে হবে ।

আপনি নিজে যেই আইনজীবি ঠিক করবেন তার সাথে যদি সাক্ষাতকার নিতে না পারেন তাহলে একটি সংস্থার সাহায্য নিতে পারেন।

একজন আইনজীবী ছাড়া আপীল করা|

যদিও আইনজীবি দিয়েই CNDA তে আবেদন করাটা বাধ্যতামূলক না কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ন যে একজন আইনজীবীর সহায়তা  নিবেন । কারণ একজন আইনজীবি ছাড়া CNDA তে শুনানি তে উপস্থিত হওয়া খুবই কঠিণ কাজ।

সর্বশেষ আপিলের প্রসেস এর সম্বন্ধে  এ  জানা উচিত- CNDA  শুনানি ছাড়া আপনার আবেদন প্রত্যাখ্যান করতে পারে। যদি CNDA খুজে পাই যে আপনি আপনার আবেদনের প্রেক্ষিতে যুক্তিপূর্ন কোন ডকুমেন্ট অথবা কারণ দেখাতে পারেন নি তাহলে CNDA আপনাকে রিজেক্ট করতে পারে। এইক্ষেত্রে CNDA আপনাকে চিঠি দিয়ে আবার সুযোগ দিবে আপনার আপীলের স্বপক্ষে যুক্তি অথা ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। যদি আপনার কোন আইনজীবি না থাকে তাহলে আপনি কোন বিশেষ সংস্থার সাহায্য চাইতে পারেন অথবা একজন আইনজীবি নিয়োগ দিতে পারেন।

গনশুনানি (পাবলিক হিয়ারিং) এসাইলাম পদ্ধতির মধ্যে একটি পদক্ষেপ| এটা ঘটে যখন আশ্রয় প্রার্থী  CNDA সামনে OFPRA সিদ্ধান্তের বিরুদ্ধে আপীল দায়ের করেথাকে | দুটেই দল (শরনার্থী, তার উকিল ) এবং অফপরার একজন প্রতিনিধি  জজের সামনে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করে |CNDA শুনানি একটি গণশুনানি তার অর্থ শুনানির সময়ে আশ্রয় প্রার্থী ছাড়া অন্য ব্যাক্তি উপস্থিত থাকতে থাকে পারবে |

CNDA আপনার ফাইলের নিবন্ধীকরণ করার পর চিঠির মাধ্যমে আপীল নিবন্ধন সত্যাপনপত্র পাঠাবে| এই চিঠি নিশ্চিত করে যে আপনার আবেদন সঠিকভাবে নিবন্ধন করা হয়েছে| তার কিছু দিন পর আপনি CNDA তে গণশুনানির একটি অধিবেশন পাবেন |. (convocation a la CNDA)

সতর্কতা: যদি আপনার আপিলে OFPRA এর  সিদ্ধান্ত প্রতিদ্বন্দ্বিতা করার কোন বৈধ যুক্তি প্রস্তুত না করে থাকেন তবে CNDA বিনা শুনানি আপনার আপিল প্রতাখ্যান করতে পারে | তাকে প্রতাখ্যান অধ্যাদেশ বলা হয়ে | (décision de rejet par ordonnance CNDA).  এই ক্ষেত্রে, CNDA আপনাকে চিঠির মাধ্যমে এই সম্ভাবনা জানাবে এবং ১৫ দিনের মধ্যে আপেক্ষিক তর্ক এবং ডকুমেন্ট আদি জমা দেবার সুজগ দিবে |

গনশুনানি হবে ‘ আশ্রয় প্রার্থী অধিকারের জাতীয় আদালতের  এই ঠিকানায়ে –  35 rue Cuvier , Montreuil

আপনার জানা জুরুরী যে আদালতে শুনানি একটি গণশুনানি | এটা অর্থ হল যে যদি আপনি চান আপনার সংঘে কোনো একজন বনধু বা আত্মীয় নিয়ে যেতে পারেন |

শুনানিকালে আপনি তিন সদস্যে গঠিত জাজ এর সামনে উপস্থিত হবেন | আপনার উকিল বসবে আপনার ডানদিকে এবং একজন দুভাষী আপনার বামদিকে|

আপনার আপিলের শুনানি ‘দ্রুত প্রক্রিয়ার’ মাধ্যমে হলে শুধু একজন জাজ থাকবেন|

CNDA FR

আদালতের গঠন

শুনানির সঞ্চলন নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে হয়|

একজন ‘প্রতিবেদক’ কোর্টের সামনে আপনার কেসের সম্বন্ধে সারসংক্ষেপ বিবরণ প্রস্তূত  করবেন |

পরে তিনজন জাজ একে-একে করে আপনার থেকে প্রশ্ন করবেন |

পরিশেষে আপনার উকিল আপনার আশ্রয় দাবির প্রতিরক্ষা উদ্দেশ্যে যুক্তিতর্ক দেবেন |

Accord Protection Subsidiare CNDA-page-001

শুনানি শেষে তিন সপ্তাহের মধ্যে, CNDA তার সিদ্ধান্ত চিঠির মাধ্যমে পাঠাবে|
 এটাও সম্ভব যে আপনার আপিলের শুনানি একটি “ভিডিও কনফারেন্স” দ্বারা সম্পন্ন করা হয়। এই ক্ষেত্রে জাজ শারীরিকভাবে উপস্থিত হবেন না, তবে আপনার সাথে আপনার উকিল এবং আপনার ইন্টারপ্রেটার থাকবে।

CNDA, OFPRA সিদ্ধান্তকে বাতিল করে আপনাকে রিফিউজি মর্যাদা বা সাবসিডিয়ারি [সহায়ক ] সুরক্ষা প্রদান করতে পারেন। প্রিফেকচার আপনাকে  ‘ফ্রান্সের রেসিডেন্ট কার্ড ‘ প্রদান করার আগে  ৬ মাসের একটি রিসিপিসী দিবে |

যদি CNDA আপনার আবেদন প্রত্যাখ্যান করে তাহলে আপনার এসাইলাম আবেদন আর গ্রৃহীত হবে না। আপনাকে ৩০ দিনের ভিতরে বাধ্যতামুলক ফ্রান্স ত্যাগ করার চিঠির [OQTF] দ্বারা ফ্রান্স ছাড়তে  বলা হবে।

আপনি এই  (OQTF) বিরুদ্ধে আপীল করতে পা্রবেন, কিন্তু এটা খুব দ্রুত ভাবে, oqtf চিঠি পাওয়ার 15 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে|

 

ছবির যে চিঠি পেয়েছেন তার অনুরূপ নির্বাচন করুন:

:

Accord statut Refugié CNDA-page-004

যদি আপনার চিঠিতে  “Décision d’admission au statut de réfugié” দেবা হয়েছে  তার মানে আপনি ফ্রান্সে “রিফ্যুজি মর্যাদা পেয়েছেন | রিফ্যুজি সিসবে আপনার সমস্ত আধিকার জানার জন্যে এখানে ক্লিক করেন| : Statut de réfugié.

 

 

 

 

 

 

 

 

Accord Protection Subsidiare CNDA-page-005

 

যদি আপনার চিঠিতে  “Décision d’admission au titre de la protection subsidiaire” দেবা হয়েছে  তার মানে আপনি ফ্রান্সে “সহায়ক সুরক্ষা পেয়েছেন |  এ ধারণে আপনার কোন কোন আধিকার ? জানার জন্যে এখানে  ক্লিক করেন| “J’ai la protection subsidiaire“.

 

 

 

 

 

 

 

 

rejet recours CNDA-page-003

যদি আপনার চিঠিতে লেখা  “”Le recours de … est rejeté” তার মানে  আপনার  আশ্রয়ের প্রার্থনা প্রত্যাখান করা হয়েছে |  দেখেন – “Je suis débouté”